
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার মারলন স্যামুয়েলস ছয় বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোর্ধী কোড ভাঙার অভিযোগে তাকে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। গত ১১ নভেম্বর থেকে তার এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে।
গত আগস্টে স্যামুয়েলসের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছিল। অভিযোগগুলো ২০১৯ সালে আবুধাবি টি-১০ লিগের সাথে সম্পর্কিত, যেখানে তিনি কর্নাটক টাস্কার্স দলে ছিলেন। আমিরাত ক্রিকেট বোর্ডের একটি স্বাধীন দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল বিচারে তাকে দোষী সাব্যস্ত করেছিল।
ডানহাতি মারকুটে সাবেক ব্যাটার ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৭১ টেস্ট, ২০৭টি ওয়ানডে এবং ৬৭টি টি-টুয়েন্টি খেলেছেন। সবমিলিয়ে করেছেন ১১ হাজারের বেশি রান। তার নামের পাশে ১৭টি শতক রয়েছে।
