Google search engine

বয়স ৩৫, এখনো দিব্যি খেলে যাচ্ছেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে শীঘ্রই আর্জেন্টিনার হয়ে বুটজোড়া তুলে রাখছেন এই তারকা। আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার পর আর্জেন্টিনার জার্সি গায়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ডি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের বার্তা তিনি নিজেই দিয়েছেন।

২০০৮ সালে আর্জেন্টিনার হয়ে ২০০৮ সালে অভিষেক হয় ডি মারিয়ার। এখনো পর্যন্ত দলের হয়ে জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অলিম্পিকের স্বর্ণ পদক। একশ’র বেশি ম্যাচে আর্জেন্টিনার জার্সি চাপানোর কৃতিত্বও অর্জন করেছেন এই মিডফিল্ডার।

ইনস্টাগ্রামে ডি মারিয়া বলেছেন, ‘কোপা আমেরিকায় আমি শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দিতে চাই। ক্যারিয়ারে আমার সঙ্গে ঘটে যাওয়া (আর্জেন্টিনার হয়ে খেলা) সবচেয়ে সুন্দর ব্যাপারটিকে বিদায় জানাতে আমি হৃদয় থেকে ব্যথা অনুভব করছি, গলা আটকে আসছে…।’

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here