Google search engine

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হয়েছে ভারতের। সেই ক্ষত শুকানোর আগেই সেই অজিদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমছে ভারত। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে জয়ের ভিত গড়ে দিয়ে ফিরেছিলেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব। এরপর শেষ ওভারের নাটকীয়তায় ২ উইকেটে জয় পেয়েছে ভারত।

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ড. ওয়াই. এস. রাজশেখর রেড্ডি এসিএ–ভিডিসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অজিদের ব্যাটে পাঠায় ভারতের অন্তর্বতীকালীন অধিনায়ক সূর্যকুমার যাদব। জশ ইংলিশের সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে নেমে ইনিংসের শেষ বলে জয় নিশ্চিত করে ভারত।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকল ভারত। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল।

টসে হেরে ব্যাটে নেমে অজিদের শুরুটা ভালোই হয়েছে। ম্যাথেউ শর্ট ১৩ রান করে ফিরে গেলে ১৩০ রানের জুটি গড়েন স্টিভেন স্মিথ ও জশ ইংলিশ। দলীয় ১৬১ রানে স্মিথ ফিরে যান আট চারে ৪২ রান করে।

জশ ইংলিশ ৫০ বলে ১১০ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান। প্রশিধ কৃষ্ণার শিকার হওয়ার আগে হাঁকিয়েছেন এগারোটি চার ও আটটি ছক্কা। এছাড়া মার্কাস স্টয়নিস ৬ বলে ৭ রানে ও টিম ডেভিড ১৩ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে প্রশিধ কৃষ্ণা ও রবি বিষ্ণুই একটি করে উইকেট নেন।

রান তাড়ায় নেমে স্বাগতিকদের শুরুটা ভালো না হলেও ভিত গড়ে দেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব। ৩৯ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কিষাণ। ছিল দুটি চার ও পাঁচটি ছক্কার মার। ৪২ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান সূর্যকুমার। নয়টি চার ও চারটি ছক্কায় সাজানো তার ইনিংস।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here