Google search engine

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের বোলার জশ টাং। তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে ম্যাথু পটসকে। এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে এই তথ্য। পটস এখন পর্যন্ত ইংল্যান্ডের জার্সিতে ৬ টেস্ট ও ৩ ওয়ানডে খেলেছেন।

টাং সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ড লায়ন্সের চলমান অনুশীলন ক্যাম্পে চোট পেয়েছেন। এই চোটে উইন্ডিজ সফরের দল থেকে ছিটকে গেলেন তিনি। উইন্ডিজ-ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর। এরপর দু’দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। চলতি মাসের শেষদিকে ক্যারিবিয়ান দ্বীপে পাড়ি জমানোর কথা রয়েছে ভারত বিশ্বকাপে চরম ব্যর্থ দল- ইংল্যান্ডের।

উইন্ডিজ সফরে ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাওলি, স্যাম কুরান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, ফিল সল্ট, জন টার্নার ও ম্যাথু পটস।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here