
ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। একইসঙ্গে কাছে আসতে শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর। আগেই বলা হয়েছিল, নির্বাচনের পরেই মাঠে গড়াবে ২০২৪ সালের বিপিএল। সে হিসেবে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এই আসরের আগে খুব বেশি সময় নেই। এরইমাঝে হয়ে গিয়েছে প্লেয়ার্স ড্রাফট। প্রায় সব দলই নিজেদের স্কোয়াড অনেকটা সাজিয়ে নিয়েছে।
তবু শেষ সময়ে বেশ কিছু খেলোয়াড়দের সরাসরি চুক্তিতে দলে টানতে পারে বিপিএলের দলগুলো। সেই সম্ভাবনা এবং সুযোগ দুটোই এখন পর্যন্ত টিকে আছে। এরইমাঝে নতুন করে গুঞ্জন উঠেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজকে নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন বিপিএল মাতাতে আসছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ট্রেন্ট বোল্ট। আসন্ন বিপিএলে তাদের দেখা যাবে ফরচুন বরিশালে!
গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে এমন খবর পাওয়া গিয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। বরিশাল টিমের মালিক মিজানুর রহমান গন মাধ্যমকে জানান এখনো কোনো কিছু নিশ্চিত নয়। এমনকি বরিশালের মালিক এমন প্রশ্ন শুনেও অবাক তাদের খেলতে আসার খবরে।
