
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ম্যাচের আগে সবচেয়ে আলোচনার বিষয় ছিল মিরপুরের উইকেট। সেই আলোচনা যে মিথ্যে ছিল না তার প্রমাণ মিলেছে প্রথম দিনেই। স্পিন ঘূর্ণিতে দুই পক্ষের ক্রিকেটাররা ব্যাট হাতে ক্রিজে দাঁড়াতে পারেননি। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ১৫ উইকেট দেখেছে মিরপুরের দর্শকেরা। যার বেশিরভাগ উইকেটে এসেছে স্পিনারদের হাত ধরে।
১৫ উইকেটের ১৩ টি এসেছে স্পিনারদের থেকে। একটি নিয়েছেন নিউজিল্যান্ড পেস বোলার টিম সাউদি অন্যটি মুশফিকুর রহিমের ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’। এভাবে স্পিনাররা দাপট দেখিয়েছেন মিরপুরের উইকেটে। মিরপুর টেস্টের প্রথম দিনে মোট ৭৯ ওভার ব্যাটিং করে দুই দল যোগ করেছে ২২৭ রান। ওভার প্রতি রানরেট মাত্র ২.৮৮। যার ফলে দ্বিতীয় দিনেই ম্যাচ শেষ হওয়ার সম্ভাবনা জেগেছে।
