
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটিং ব্যর্থতার নিদারুণ প্রদর্শনী উপহার দিয়েছে বাংলাদেশ। কিউই বোলারদের তোপে মিরপুরে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৭২ রানে গুটিয়ে গেছে টাইগাররা।
সিলেটে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমেছিল বাংলাদেশ। যেখানে দিনের শুরুতে টস জেতেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি।
কুয়াশা ভেজা সকালে প্রথম ১০ ওভার সবচেয়ে কঠিন সময় ধরা হয়। এই সময়টুকু নির্বিঘ্নেই কাটিয়ে দেন দুই ওপেনার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে আলোর তীব্রতা যেমন বেড়েছে, ততই মলিন হয়েছে বাংলাদেশের স্কোরকার্ডের চেহারা।
শুরুটা ইনিংসের ১১তম ওভারে। মিচেল স্যান্টনারকে কী ভেবে তিনি ওভাবে উড়িয়ে মারতে গেলেন কে জানে! ৮ রানে তার সেই আউটকে আত্মহত্যা বললে হয়তো ভুল হবে না। আর পরের ব্যাটাররাও যা করেছেন, কাকে ছেড়ে কাকে দোষ দেওয়া যায়!
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছেন মুশফিকুর রহিম। অথচ একাদশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারই সাজঘরে ফিরেছেন সবচেয়ে হাস্যকর উপায়ে। বলা ভালো তার কল্যাণে বিরল এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছে ক্রিকেটবিশ্ব। অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট যে টেস্ট ইতিহাসেই দেখা গেল দ্বিতীয়বার।
বাকিদের মাঝে শাহাদাৎ হোসেন দীপু ৩১, মেহেদী মিরাজ ২০ ও ওপেনার মাহমুদুল হাসান জয় করেছেন ১৪ রান। শেষদিকে ১৩ রানে অপরাজিত ছিলেন নাঈম হাসান। আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
উৎসবের দিনে নিউজিল্যান্ডের সেরা বোলার গ্লেন ফিলিপস। মাত্র ৩১ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট। সমান উইকেট শিকারের আনন্দে মেতেছেন মিচেল স্যান্টনারও। এছাড়া আজাজ প্যাটেল দুটি ও টিম সাউদি একটি উইকেট নেন।
