Google search engine

 

প্রথম দিন আলোর স্বল্পতায় ৮.২ ওভার কম খেলা হয়েছে। দ্বিতীয় দিন থেকে এই ওভারগুলো সমন্বয় করতে চেয়ছিলেন ম্যাচ অফিসিয়ালরা। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টা ১৫ মিনিট থেকে। তবে বেরসিক বৃষ্টি বাধিয়েছে বাগড়া।

মধ্যরাত থেকে ঝির ঝির বৃষ্টি সারা দিন অবিরাম চলতে থাকায় ঢেকে রাখা পিচ খোলা সম্ভব হয়নি। সকাল ৯টা ৪৪ মিনিট থেকে ৯টা ৪৯ মিনিট পর্যন্ত ৫ মিনিট রিজার্ভ আম্পায়ার তানভির আহমেদ মাঠ পরিদর্শন করেছেন।

বেলা ১টায় ম্যাচ অফিসিয়ালরাওছাতা মাথায় ঢুকেছিলেন মাঠে। তারাও কিছু্ক্ষণ ছিলেন মাঠে। কথা বলেছেন মাঠকর্মীদের সাথে। পিচ কভার দিয়ে ৩০ গজ বৃত্ত ঢেকে রাখায় পিচ পরির্দশন করতে পারেননি তারা।

যেভাবে অনবরত বৃষ্টি পড়েছে, তাতে দ্বিতীয় দিনে মাঠে বল গড়ানো সম্ভব নয়। আবহাওয়ার পূর্বাভাসও দিতে পারেনি সুখবর। টানা বর্ষণে মাঠের ভেতরে পানি জমে যাওয়ায় কাট আউট টাইম বিকেল ৪টা ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করেননি তারা। বেলা ১টা ৫৪ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ অফিসিয়ালরা।

তৃতীয় দিন ৯৮ ওভার হওয়ার কথা। খেলা শুরু হওয়ার কথা ৯টা ১৫ মিনিটে, শেষ হওয়ার কথা ৪টা ৪৫ মিনিটে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here