Google search engine

আইসিসি টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম। এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে দারুণ বোলিংয়ের পুরস্কার পেয়েছেন মেহেদী মিরাজ ও নাঈম হাসানও।

বুধবার (১৩ ডিসেম্বর) আইসিসি তাদের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে লড়াই করে হারলেও টাইগার বোলাররা র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট নিয়েছেন নাঈম। তাতে তিনি র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছে।

এদিকে বোলিংয়ে দুই ধাপ এগিয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার অবস্থান এখন ২১ নম্বরে। মিরপুর টেস্টে মিরাজ দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৩ উইকেট।

তবে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন পেসার শরিফুল ইসলাম। মিরপুর টেস্টে শরিফুল দুই ইনিংস মিলিয়ে পেয়েছেন তিন উইকেট। তবে তিনি র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৮তম স্থানে। তবে আগের মতোই ১৪ নম্বরে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এদিকে নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল সাত ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠে এসেছে।

ব্যাটিংয়ে টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ৩ ধাপ পিছিয়ে ২২ নম্বরে নেমে গেছেন। মুশফিকের পাশাপাশি ব্যাটিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশকে টেস্টে প্রথমবারের মতো নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত’র। চার ধাপ পিছিয়ে টেস্টে তার বর্তমান র‍্যাঙ্কিং ৪৬তম। ব্যাটিংয়ে পিছিয়েছেন মুমিনুল হকও।

টেস্টে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন কেইন উইলিয়ামসন, বোলিংয়ে রবিচন্দ্রন অশ্বিন এবং অলরাউন্ডারে রবীন্দ্র জাদেজা

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here