
অবশেষে মাঠে ফিরছেন টি-টোয়েন্টি অধিনায়ক কেইন উইলিয়ামসন। তাকে রেখেই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১৩ সদস্যের দলে উইলিয়ামসন ফেরায় বাড়তি চমক যোগ হয়েছে। আইপিএলের পরে ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন তিনি। কিন্তু চোট তাকে আবারও মাঠের বাইরে যেতে বাধ্য করে।
রোববার (১৭ ডিসেম্বর) বাংলাদেশের বিপক্ষে ১৩ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করে নিউজিল্যান্ড। যেখানে নিয়মিত অধিনায়কের পাশাপাশি জিমি নিশাম ও বেন সিয়ার্সদেরও রাখা হয়েছে। তবে নিয়মিত ওপেনার ডেভন কনওয়েকে দেওয়া হয়েছে বিশ্রাম। এছাড়াও লকি ফার্গুসন, ম্যাট হেনরিদের মতো তারকা ক্রিকেটাররাও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না। ইনজুরির কারণে তারাও বিশ্রামে থাকবেন।
নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ শেষে আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপরে ২৯ ও ৩১ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।
