Google search engine

অসাধারণ এক আসর শেষ করল বাংলাদেশের যুবারা। বিশ্বকাপের ঠিক আগে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের তারকারা অর্জন করলো এশিয়ান শ্রেষ্ঠত্ব। আট জাতির এই ক্রিকেট টুর্নামেন্টের ভারত আর শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পা রেখেছিল টাইগাররা। ফাইনালে ছিল গ্রুপপর্বের চেনা প্রতিপক্ষ আরব আমিরাত।

তবে তাদেরকে একপ্রকার উড়িয়েই দিয়েছে বাংলাদেশের ছেলেরা। দুবাইয়ের ফাইনালে ১৯৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের ইতিহাসে প্রথমবার পেয়েছে এশিয়া কাপ জয়ের স্বাদ। আশিকুর রহমান শিবলীর সেঞ্চুরি, রোহানাত দৌলা বর্ষণ আর মারুফ মৃধার দারুণ বোলিং জুনিয়র টাইগারদের করেছে এশিয়ার সেরা দল।

যুবাদের এশিয়া জয়ে গর্বিত সিনিয়র ক্রিকেটাররা
অনূর্ধ্ব-১৯ এশিয়া চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান সেরা হয়ে বড় আকারের অর্থ পুরস্কারও পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্ট জেতার পুরস্কার হিসেবে বাংলাদেশ দলকে ১৫ হাজার ইউএস ডলার প্রাইজমানি তুলে দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। বাংলাদেশি টাকায় যার মূল্য ১৬ লাখ ৫৮ হাজার টাকার বেশি

এদিন প্রাইজমানি পেয়েছেন বাংলাদেশের আশিকুর রহমান শিবলীও। ৫ ম্যাচে ৭৫.৬ গড়ে ৩৭৮ রান করেছেন বাংলাদেশের এই ব্যাটার। দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। প্রাইজমানি হিসেবে পেয়েছেন ৭৫০ ডলার।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here