Google search engine

পার্থ টেস্টের আগে অনুশীলনে জুতায় ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ ও ‘প্রতিটি জীবনের মূল্য সমান’ স্লোগান লিখেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। তবে ম্যাচে এমন কিছু করলে শাস্তি পেতে হবে, এই বার্তার পর টেপ দিয়ে সেসব লেখা মুছে দেন এ বাঁহাতি ব্যাটার। কিন্তু পার্থে তিনি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেন কালো আর্মব্যান্ড পরে।

আগে অনুমতি না নিয়ে এটা করায় নিয়মের লঙ্ঘন হয়েছে, এমন বলে খাজাকে ভর্ৎসনা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার মেলবোর্নে জুতায় শান্তির প্রতীক পায়রার স্টিকার নিয়ে নামতে চেয়েছিলেন খাজা। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা অনুমতি দেয়নি সেটিরও। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুমতি পেলেও খাজা আবার আটকেছেন আইসিসির কাছে।

এখানেই আপত্তি আছে অজি অধিনায়ক প্যাট কামিন্সের। খাজার প্রতি আইসিসির সিদ্ধান্তে অবাক হয়েছেন এই পেসার। তিনি সংবাদ সম্মেলনে সমর্থন জানিয়েছেন সতীর্থ খাজাকে। কামিন্স বলেন, ‘আমরা সত্যিই উজিকে (উসমান খাজা) সমর্থন জানাই। আমার মনে হয়, সে এমন কিছুর প্রতিবাদ করছে যা সে বিশ্বাস করে আর আমি এও মনে করি সে সম্মানের সঙ্গেই কাজটা করছে। সকল জীবনই সমান মূল্যবান আর আমার মনে হয়না এটা খুব বেশি আক্রমণাত্মক। আইসিসি বলেছে তারা এটা অনুমোদন করবে না। তারাই নিয়ম তৈরি করে আর আপনাকে এটা মেনেও নিতে হবে।’

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here