
চোটের কারণে ওয়ানডে ফরম্যাটের গত এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলা হয় নি এবাদত হোসেনের। এবার জানা গেছে আগামী জুনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন এই পেসার। গত জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চোটে পড়েন ডানহাতি এই বোলার। এরপর তাঁর পায়ে অস্ত্রোপচার করাতে হয়। আগামী বছরের আগস্টে মাঠে ফিরতে পারেন এবাদত।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবাদতের ছিটকে যাওয়ার খবর মঙ্গলবার জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আগামী বছরের জুন-জুলাইয়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে গত জুলাইয়ে আফগান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চোট নিয়ে মাঠ ছাড়েন এবাদত।
আফগানিস্তানের ইনিংসের ৪২তম ওভারের তৃতীয় বল করার সময় লাফ দিতে গিয়ে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে বাড়ি খায় এবাদতের হাত। আর এমন ধাক্কা খেয়ে রানআপে নিজেকে ঠিকঠাক থামাতে পারেননি। ফলে পেছন ঘুরে পড়ে যান মাটিতে, তখনই পায়ে আঘাত পান তিনি। এরপর গত সেপ্টেম্বরে লন্ডনের একটি হাসপাতালে হাঁটুতে অস্ত্রোপচার করানো হয় এবাদতের। বর্তমানে তিনি আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়।
