Google search engine

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে নিষেধাজ্ঞায় পড়েছেন আফগানিস্তানের অভিজ্ঞ স্পিনার মুজিব উর রহমান এবং দুই পেসার ফজল হক ফারুকী ও নাভিন উল হক। ‘দেশের হয়ে খেলার চেয়ে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেয়ায়’ তাদের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, বিবৃতিতে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এবিসি)।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে আগামী দুবছর তাদের কোনো অনাপত্তিপত্র দেয়া হবে না। এ সংক্রান্ত ঝামেলায় ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তি করতেও সময় লাগছে ক্রিকেট বোর্ডটির।

বোর্ড বিবৃতিতে জানিয়েছে, এ তিন খেলোয়াড় ২০২৪ সালের জানুয়ারির ১ তারিখ থেকে আর কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না। একই সাথে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি চেয়েছিলেন তারা।

আফগান বোর্ড জানিয়েছে, ‘আফগানিস্তানের হয়ে খেলা তাদের জাতীয় দায়িত্ব হলেও সেখানে তারা ব্যক্তিগত স্বার্থের উপর বেশি জোর দিচ্ছেন। উপরন্তু বাণিজ্যিক লিগগুলোর কারণে কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতেও গড়িমসি করছিলেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এ সকল খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।’

আফগানিস্তান ক্রিকেটের বৃহত্তর স্বার্থে একটি নতুন কমিটি গঠিত হওয়ার পর এ নিষেধাজ্ঞা দেয়া হল। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এবিসি’র মান ও মূলনীতির প্রয়োগ করতে এবং জাতীয় দায়িত্বের উপর গুরুত্ব দিতেই এ সিদ্ধান্ত। বোর্ডের মূলনীতি ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়ার জন্য গুরুত্বারোপ করেছে।’

সম্প্রতি মুজিবকে কিনেছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স, তিনি বর্তমানে বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় আছেন। নাভিন এবং ফারুকী সামনে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here