
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর এইবার টি- টোয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ দল। আগামী বছরের টি- টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই ম্যাচ দিয়ে প্রস্তুতি ছাড়বে বাংলাদেশ দল। আজ বাংলাদেশের সময় দুপুর ১২ টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।নেপিয়ারে প্রথমবারের মতো ওয়ানডে জয়লাভ করেছিলো বাংলাদেশ।
এইবার তাদের মাটিতে টি-টোয়েন্টি ম্যাচ জয়ের পালা।সেই লক্ষ্য গতকাল মঙ্গলবার ট্রফি উন্মোচন করেছে দুই দলের অধিনায়ক। সেখানে বাংলাদেশের অধিনায়ক শান্ত গন মাধ্যমকে বলেছেন আমরা শেষ ওয়ানডে তাদের বিপক্ষে জয়লাভ করেছি।এইবার টি-টোয়েন্টি একই টার্গেট থাকবে আমাদের। সে বলে আমরা দলগতভাবে আমরা খেলতে চাই। তেমনটাই করার চেষ্টা করব। আমার মনে সেটা করার জন্য প্রস্তুত সবাই।
