
দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন সাকিব আল হাসান। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক।
আজ বৃহস্পতিবারও নিজ এলাকায় নির্বাচনী প্রচার চালান সাকিব। এদিন ভোর থেকেই নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে কাজ শুরু করেন তিনি।
সাকিব ভোরে নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে বের হন। হেঁটে হেঁটে জনসংযোগ করেন শহরের কাউন্সিল পাড়া ও ম্যাটানিটি পাড়া এলাকায়। এরপরে ঢাকারোড কাঁচা বাজার ঘুরে শহরের ইসলামপুর পাড়ায় জনসংযোগ করেন এই নৌকার প্রার্থী।
প্রচার শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ও করেন সাকিব। তিনি বলেন, প্রতিদিন নতুন নতুন এলাকায় ঘুরছি। নতুন নতুন মানুষদের সাথে দেখা হচ্ছে। নতুন নতুন ধারনা হচ্ছে। তাদের কথা শুনতে পারছি। স্বাভাবিকভাবেই এই যোগাযোগ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লাগছে। এ সময় জনসংযোগ উপভোগ করার কথাও জানান তিনি।
মাগুরা-১ আসনে সাকিবের সঙ্গে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সিরাজুস সায়েফিন সাইফ, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতীকে কেএম মোতাসিম বিল্লাহ, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে সঞ্জয় রায় রনি এই পাঁচজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
