Google search engine

বৃষ্টির কারণে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় টি২০ ম্যাচ। সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে আম্পায়ার মাঠ পরিদর্শন শেষে ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করেন।

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে আগে থেকেই বৃষ্টির আভাস ছিল। গতকাল ২৮ ডিসেম্বর থেকেই অনবরত বৃষ্টি হচ্ছিল সেখানে। আজ সকালেও ম্যাচ শুরু আগে বৃষ্টি হয়। ১১ ওভার ম্যাচ চলার পরে বৃষ্টির হানায় ম্যাচ বন্ধ হয়।

এর আগে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। শুরুতেই শরিফুলের বলে ফিন এল্যানের উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপরে বাংলাদেশি বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন শেফার্ট ও মিচেল জুটি। ২৩ বলে ৪৩ রান করে তানজিম সাকিবের বলে আউট হন শেফার্ট।

বৃষ্টি হানায় ম্যাচ বন্ধের আগ পর্যন্ত ১১ ওভারে নিউজিল্যান্ড করে ৭২ রান।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here