Google search engine

নতুন বছরে বাংলাদেশের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে বিপিএল দিয়ে। গত রাতে নিউজিল্যান্ড সফর শেষে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সপ্তাহখানেক বিশ্রামের পর ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএলের প্রস্তুতি শুরু করবেন সবাই।

বিপিএলের দশম আসরে ভেন্যু বরাবরের মতোই ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট; দলও ৭টি। বিপিএলের গত কয়েকটি আসরের সঙ্গে এবারের পার্থক্য অন্য জায়গায়। অনেক বছর পর এবার আবার প্রায় প্রতিটি দলেই দেখা যাবে বড় বড় বিদেশি তারকাকে। কয়েকটি দলে তারকার ভিড় এতটাই যে, একাদশে কাকে রেখে কাকে খেলানো হবে, সে মধুর সমস্যায়ও পড়তে হতে পারে তাদের।

রংপুর রাইডার্সের কথাই ধরুন। গত দুই বিপিএল ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব আল হাসান এবার খেলবেন রংপুরে। আর বিদেশি তারকা? পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের সঙ্গে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাথিসা পাতিরানা, ব্রেন্ডন কিং, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো টি-টোয়েন্টির পরিচিত মুখেরাও খেলবেন রংপুরের হয়ে।

বিদেশি তারকা দিয়ে দল সাজালেও রংপুরকে শুধুই বিদেশি নির্ভর দল মনে করেন না দলের প্রধান কোচ সোহেল ইসলাম, ‘আমাদের দলে অনেক তারকা আছে ঠিকই, তবে আমরা সেভাবে ভাবতে চাই না। বড় খেলোয়াড় এলে ভালো। কিন্তু টুর্নামেন্ট জিততে হলে স্থানীয়দের পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ।’

গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের তারকা ক্রিকেটারদের তালিকা আরও দীর্ঘ। কুমিল্লার হয়ে গত বিপিএলে খেলা পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে এবারও পাচ্ছেন লিটন দাসেরা। ইংল্যান্ডের মঈন আলী, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনীল নারাইন খেলবেন কুমিল্লায়। পাকিস্তানের নাসিম শাহ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহকেও ধরে রেখেছে দলটি। বেঞ্চের শক্তি বাড়াবেন জনসন চার্লস, রাকিম কর্নওয়ালের মতো ক্যারিবীয় তারকারা।

ফরচুন বরিশাল এ বছরের জন্য তামিম ইকবালের সঙ্গে চুক্তি করেছে। দলটির বিদেশিদের খেলোয়াড়দের মধ্যে পাকিস্তানের মোহাম্মদ আমির, শোয়েব মালিক, ফখর জামান ও আব্বাস আফ্রিদি উল্লেখযোগ্য। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিংকেও পাচ্ছে বরিশাল। তবে পাকিস্তানিদের ওপর নির্ভরতা বরিশালের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রাথমিক সূচি অনুযায়ী বিপিএল শুরু হওয়ার কথা ছিল ১৩ জানুয়ারি থেকে। এক সপ্তাহ পিছিয়ে এখন ১৯ জানুয়ারি শুরু হবে বলে পাকিস্তানের খেলোয়াড়দের বেশি সময় পাবে না বরিশাল। পাকিস্তানের টি-টোয়েন্টি লিগ পিএসএল শুরুর সম্ভাব্য তারিখ ১৩ ফেব্রুয়ারি। তার আগেই আমির-শোয়েবরা বিপিএল ছাড়বেন। বরিশালের মালিক মিজানুর রহমান তাই এখন পাকিস্তানের খেলোয়াড়দের বিকল্প খুঁজছেন, ‘একটু সমস্যা হচ্ছে, তবে সমাধানও নিশ্চয়ই আছে। আমরা বিকল্প খোঁজার চেষ্টা করছি।’

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here