Google search engine

শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে জিম্বাবুয়ে। সেই সিরিজের জন্য আলাদা করে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন ক্রেইগ আরভিন। তিনি আবার ওয়ানডে ফরম্যাটের নিয়মিত অধিনায়কও।

টি-টোয়েন্টিতে নেতৃত্বেই থাকছেন সিকান্দার রাজা। তবে দুটি দলেই নাম নেই শন উইলিয়ামসের। এদিকে জাতীয় দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার টপিয়া মাফুনজা। অভিষেকের অপেক্ষায় থাকা এই ক্রিকেটার, জিম্বাবুয়ের ঘরোয়া টুর্নামেন্ট প্রো ফিফটি লিগে ১৮ উইকেট শিকার করে আলোচনায় এসেছিলেন।

নতুন বছরে ৬, ৮ ও ১১ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ১৪, ১৬ ও ১৮ জানুয়ারি।

জিম্বাবুয়ে ওয়ানডে দল
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, জয়লর্ড গাম্বি, লুক জংউই, তাকুদওনাশে তাইকানো, তিনাশে কামুনহুকামওয়া, ক্লাইভ মাদানে, সিকান্দার রাজা, ওয়েলিংটন মাসাকাদজা, তাপিয়া মুফুদজা, টনি মুনিওগা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও মিল্টন শুম্বা।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংউই, তিনাশে কামুনহুকামওয়া, ক্লাইভ মাদানে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মাম্বা, টনি মুনিওগা, ব্লেজিং মুজারাবানি, এনিসলে এনডল্ভু, রিচার্ড এনগারাভা ও মিল্টন শুম্বা।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here