
কোটি কোটি টাকা খরচ হলেও পাঁচ বছরে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ করতে পারেননি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের মন্ত্রনালয়। যেখানে বিনামূল্যে নতুন করে সেটি তৈরি করে দিতে চেয়েছিল স্পেন। কিন্তু সে প্রস্তাব গ্রহণ না করে সংস্কারের পথে হেঁটেছিলেন সাবেক ক্রীড়ামন্ত্রী। বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্ব নেয়ার পর নাজমুল হাসান পাপনের আলোচনার তালিকায় এসেছে বঙ্গবন্ধু স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এবং প্রতিবন্ধি স্টেডিয়াম। বিগত দিনে এই তিন জায়গাতেই অনিয়ম আর গাফিলতির খবর উঠে আসে গণমাধ্যমে।
বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে চমৎকার প্রস্তাব ছিল বাফুফের কাছে। জাতির পিতার নামের স্টেডিয়ামটি সম্পূর্ন বিনামূল্যে নির্মাণ করে দেয়ার আগ্রহ প্রকাশ করেছিল স্পেন। যে বিষয়টি জানা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। কিন্তু কোনো অদৃশ্য কারণে স্পেনের প্রস্তাব গ্রহণ না করে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের পথে হেঁটেছিলেন জাহিদ আহসান রাসেল, সেটি যেমন নাজমুল হাসান পাপন জানেন না, ঠিক তেমনি ধোঁয়াশায় আছে গণমাধ্যমও। তবে চালু হওয়া সংস্কার কাজ কেন পাঁচ বছরেও শেষ হলো না তা ঠিকই খতিয়ে দেখবেন নতুন মন্ত্রী।
এই বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমার জানা মতে, স্পেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ বিনামূল্যে করে দিতে চেয়েছিল। এমনকী প্রধানমন্ত্রীও আমাকে বলেছিলেন। এখন দেখলাম সেটি হয়নি। কেন হয়নি সেই তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। তবে এগুলো আমি দেখতে চাই কী অবস্থায় আছে। আমি নিজে থেকে দেখতে চাই। সামনে যেন এমন কাজ আর না হয়, সেটি আমি দেখবো।’
এ দিকে প্রথম ধাপে উপজেলা পর্যায়ে ১২৫টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করেছিলেন সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বছর কয়েকের মধ্যেই যার অধিকাংশ হয়ে পড়ে ব্যবহারের অনুপযোগী। দায়িত্ব গ্রহণের দিন কয়েকের মধ্যেই এই প্রকল্পেও অসংগতি খুঁজে পেয়েছেন নাজমুল হাসান পাপন।
যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম নিয়ে একটু সমস্যা আছে। আমার কাছে বিরাট খটকা লেগেছে। অর্থনৈতিকভাবে আমাদের একটি সীমাবদ্ধতা আছে। সেই দিক থেকে আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি।’
এছাড়া দীর্ঘ অপেক্ষার পর শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়ে এসেছে সুখবর। ফেব্রুয়ারিতে দরপত্র আহ্বান করবে বিসিবি। এপ্রিলে সব কার্যক্রম শেষ করে জুনে নির্মাণ কাজ শুরু করার কথা জানিয়েছেন নতুন ক্রীড়ামন্ত্রী নাজুমল হাসান পাপন।
