Google search engine

ইনজুরি শঙ্কার মধ্যেই দুটি প্রীতি ম্যাচ খেলতে চীনে পৌঁছেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার ক্লাব আল নাসর। রোনালদোকে এক ঝলক দেখতে শেনঝেন বিমানবন্দরে ঢল নামে সিআর সেভেন ভক্তদের। বাধভাঙ্গা উল্লাস আর উষ্ণ অভ্যর্থনায় চীনের মানুষ বরণ করে নেন তাদের প্রিয় তারকাকে।

পর্তুগীজ মহাতারকাকে কাছ থেকে একবার দেখতে, অভিবাদন জানাতে অনেক আগে থেকেই এয়ারপোর্টে ভীড় জমাতে থাকে চীনে সিআর সেভেন ফ্যানরা। পুরো এয়ারপোর্টে ভক্ত সমর্থক দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। বিমান থেকে নেমে কিছু ভক্তদের সঙ্গে কথাও বলেন রোনালদো।

আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ‘আমরা প্রতি বছরই আসছে। এশিয়ায় মানুষদের উষ্ণ অভ্যর্থনায় বিশেষ করে চীনের মানুষদের আতিথেয়তায় আমি মুগ্ধ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আবার দেখা হবে।’

এর আগে চীনে নিজের আগমন নিয়ে ফ্যানদের বার্তা দেন রোনালদো। আল নাসরের অফিসিয়াল ফেইসবুকে রোনালদো এক ভিডিও বার্তায় বলেন, ‘আর ইউ রেডী? আল নাসর ইজ কামিং।’

রোনালদো ছাড়াও আল নাসর টিমের সাথে চীনে পা রেখেছেন ব্রজোভিচ, ওটাভিও সহ সম্প্রতি ইনজুরি কাটিয়ে ওঠা কলম্বিয়ান গোলকিপার ডেভিড ওসপিনা। তবে আফ্রিকান কাপ অব নেশন্স টুর্নামেন্ট এর জন্য সাদিও মানে এবং ফোফানা নেই দলের সঙ্গে।

আগামী ২৪ তারিখে আল নাসর লড়বে সাংহাই এর সাথে এবং ২৮ জানুয়ারি মুখোমুখি হবে ঝেইঝাং এর বিপক্ষে। দুটি ম্যাচ খেলার পর আল নাসরের রিয়াদ সিজন কাপ ২০২৪ খেলার কথা রয়েছে। সেখানে মেসির দল ইন্টার মায়ামির সাথে দেখা হবে পহেলা ফেব্রুয়ারি এবং আল হিলালের বিপক্ষে ম্যাচ খেলবে ৮ ফেব্রুয়ারি।

এর আগেও ম্যান ইউনাইটেড, য়্যুভেন্তাস, রিয়ালের হয়েও এশিয়ায় পা রেখেছেন সিআর সেভেন। এশিয়ার ফ্যানরা বারবারই উষ্ণ অভ্যর্থনায় সিক্ত করেছে তাকে। বয়েসটা ৩৯ ছুইছুই, পেরিয়ে গেছে অনেক ম্যাজিক মোমেন্টস কিন্তু সময়ের কষ্টিপাথরে রোনালদোর জনপ্রিয়তার যেন কোন ক্ষয় নেই।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here