Google search engine

খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রান স্পর্শ করেছেন তিনি।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বিপিএলের দশম আসরের ষষ্ঠ ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল।

টস হেরে মাঠে নেমে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে দুর্দান্ত শুরু এনে দেন অধিনায়ক তামিম। ইনিংসের ১৪তম ওভারে নাসুম আহমেদের শিকার হওয়ার আগে খেলেন ৪০ রানের ইনিংস। ৩৩ বল মোকাবিলায় তার ইনিংসটি সাজানো ছিল ৫ চারের মারে।

এ ইনিংস খেলার পথে দারুণ একটি মাইলফলকও স্পর্শ করেন বরিশাল অধিনায়ক। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রান স্পর্শ করেন তিনি। আসরটিতে ৮ দলের হয়ে ৯০ ইনিংসে ৩৮.০৩ গড়ে মোট ৩০০৫ রান করেছেন তিনি। খুলনার বিপক্ষে মাঠে নামার আগে মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন ছিল ৩৫ রান।

শুধু রানের হিসেবে নয় আসরে সর্বোচ্চ ফিফটির রেকর্ডটিও আছে তামিমের দখলে। সর্বোচ্চ ২৫টি ফিফটির ইনিংস আছে তার। ড্যাশিং ওপেনারের বিপিএল সেরা ইনিংস ১৪১। সেঞ্চুরির সংখ্যা মোট ২টি। তামিমের পর ১৮ ফিফটিতে তালিকার দুইয়ে আছেন মুশফিকুর রহিম। তিনিও ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করার খুব কাছে আছেন।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here