
বিপিএলের ঢাকা পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে সোমবার (২২ জানুয়ারি)। রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও আন্তর্জাতিক ম্যাচের কারণে এই পর্বে খেলতে পারেননি পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। তবে জাতীয় দলের ম্যাচ শেষ করেই বাংলাদেশের বিমান ধরেছেন এই ব্যাটার।
বিপিএলের দশম আসর শুরুর অনেক আগেই বাবরকে দলে টেনেছিল রংপুর। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় টুর্নামেন্টের শুরু থেকে খেলতে পারেননি পাকিস্তানের এই ব্যাটার। রোববার (২১ জানুয়ারি) সেই সিরিজ শেষ করে সোমবার বাংলাদেশে এসেছেন বাবর।
সোমবার (২২ জানুয়ারি) নিজেদের অফিশিয়াল ফেসবুক একাউন্টে বাবরের আগমনের খবর জানিয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজি। বাবরের সঙ্গে একই দিন বাংলাদেশে এসেছেন তার জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এবারের আসর মাতাবেন তিনি।
বাবর-রিজওয়ান এলেও এবারের বিপিএলে অনেক ক্রিকেটারকেই অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। এই তালিকায় আছেন ফখর জামান, ইফতিখার আহমেদ এবং মোহাম্মদ হারিস। অনুমতিপত্র ছাড়াই বাংলাদেশে চলে এসেছিলেন হারিস। তবে সেটা না পেয়ে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন তিনি।
বাবর-রিজওয়ানদের আগেই বিপিএলে খেলতে এসেছেন পাকিস্তানের কয়েকজন তারকা। এদের মধ্যে পাকিস্তানের ফাহিম আশরাফ খেলছেন খুলনার হয়ে। শোয়েব মালিক এবং মোহাম্মদ ইমরান খেলছেন বরিশালের হয়ে। সালমান ইরশাদ খেলছেন বাবরের রংপুরে।
