Google search engine

বিপিএলের এবারের আসরে শুরু থেকেই ফরচুন বরিশালের সঙ্গে ছিলেন শোয়েব মালিক। তবে ব্যক্তিগত কারণে তিন ম্যাচ খেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাকে। মালিকের বিদায়ের পর আরও এক ক্রিকেটারকে হারিয়েছে বরিশাল। আন্তর্জাতিক সিরিজের কারণে বরিশালের ক্যাম্প ছেড়েছেন দলটির আফগান ওপেনার ইব্রাহিম জাদরান।

আগামী মাসের ২ই ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কার মাটিতে তিন ফরম্যাটের সিরিজ শুরু হবে আফগানিস্তানের। এই সিরিজের জন্যই বিপিএল থেকে বিদায় নিতে হয়েছে জাদরানকে। বুধবার (২৪ জানুয়ারি) ঢাকা ছেড়েছেন আফগানদের টি-টোয়েন্টি অধিনায়ক।

এবারের আসরে বরিশালের হয়ে ২ ম্যাচ খেলেছেন ইব্রাহিম। তবে ব্যাট হাতে তেমন ছড়াতে পারেননি আফগান ওপেনার। করেছেন মোটে ২৩ রান।

এদিকে, মালিক এবং ইব্রাহিম বরিশাল ছাড়ার আগেই তাদের বদলি খেলোয়াড় ঠিক করে ফেলেছে বরিশাল। ইব্রাহিমের পরিবর্তে বরিশালে যোগ দিচ্ছেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ। বিপিএলে বরিশাল বার্নার্স ও ঢাকা ডোমিনেটরসে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। মালিকের পরিবর্তে খেলবেন পাকিস্তানের তরুণ পেসার আকিফ জাভেদ।

বিপিএল ক্যারিয়ারে ৩০ ম্যাচ খেলে ১টি সেঞ্চুরিসহ ৯৬০ রান করেছেন শেহজাদ। তবে জাভেদ একদমই নতুন এই টুর্নামেন্টে। ৪৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৫ উইকেট নিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে চুক্তির খবর নিশ্চিত করেছে বরিশাল।

অভিজ্ঞ দল বানিয়েও এবারের আসরে শুরুটা তেমন ভালো হয়নি বরিশালের। ঢাকা পর্বের প্রথম ধাপে ৩ ম্যাচ খেলে একটিতে জিতেছে তামিম ইকবালের দল। ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে দলটি।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here