
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ আগামীকাল মাঠে গড়াচ্ছে। সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে দুই দল। যার মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তর। নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো কাল দলকে নেতৃত্ব দেবেন তিনি।
সব মিলিয়ে অধিনায়কত্ব, নিজের পারফরম্যান্স, ম্যাচের ফল বের করে আনার কৌশল, অনেক কিছুই শান্তকে সামলাতে হবে। ফলে তাঁর কিছুটা চাপ থাকবে এটাই স্বাভাবিক। শান্ত অবশ্য চাপ নিয়ে কিছুই চিন্তা করছেন না। শুধু কাজেই তাঁর দৃষ্টি। এদিকে অধিনায়কের দায়িত্ব পাওয়ায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। শান্ত বলেন, ‘অবশ্যই অনেক আনন্দের। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক গর্বের ব্যাপার। প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশকে প্রতিনিধিত্ব করার। এই সুযোগ বিসিবি করে দিয়েছে, তাদের ধন্যবাদ জানাই। খুবই আনন্দিত।’
এদিকে অধিনায়কত্বে চাপ প্রসঙ্গে শান্ত বলেন, ‘চাপ অনুভব করছি না। আমাদের কাজ নিয়ে আমরা ফোকাস করছি। আমরা কী করতে পারি, আমাদের হাতে কোন জিনিসটা আছে, আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি সেটাই করব। চাপ প্রত্যেকটা আন্তর্জাতিক সিরিজই। সেটা আমাদের জন্যও প্রতিপক্ষ দলের জন্যও। এটা থাকবেই। সবাই যথেষ্ট পরিণত, এই ব্যাপারগুলো সামলানোর জন্য।’
