
ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি বিসিবি কার্যালয়ে বৈঠক করে সিসিডিএম। ওই বৈঠক শেষে সংবাদমাধ্যমে জানানো হয় আগামী ৯ মার্চ থেকে শুরু হবে প্রিমিয়ার লিগ। দলবদল চলাকালে গুঞ্জন ওঠে পেছাতে পারে প্রিমিয়ার লিগ। সেই শঙ্কা সত্যি হয়েছে। আগামী ১১ মার্চ থেকে শুরু হবে প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুম। বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে সিসিডিএম। কী কারণে হুট করে লিগ পেছানো হয়েছে সেটার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন।
বেশ কয়েকটি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে সিসিডিএম থেকে জানানো হয়েছে ক্লাবগুলোর অনুরোধে পেছানো হয়েছে লিগ শুরুর তারিখ। তবে কোন কোন ক্লাব লিগ পেছানোর আবেদন করেছে সেই বিষয়ে কোনো তথ্য ক্লাব অফিশিয়ালদের জানায়নি সিসিডিএম। বিষয়টি নিয়ে খবরের কাগজের কাছে ক্ষোভ প্রকাশ করেছন বেশ কয়েকজন ক্লাব অফিশিয়াল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাব কর্মকর্তা খবরের কাগজকে বলেন, ‘বেশ কয়েকটা ক্লাব লিগ পেছানোর অনুরোধ করেছে শুনেছি। সিসিডিএম থেকেও এটা বলা হয়েছে।
সিসিডিএমের কাছে আমি জানতে চেয়েছিলাম কোন কোন ক্লাব লিগ পেছানোর আবেদন করেছে। সেই বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি। সিটি ক্লাব, পারটেক্স, লিজেন্ডস অব রূপগঞ্জের মতো ছোট ক্লাবগুলো আবেদন করেনি। এতে বোঝা যায় বড় বড় ক্লাবগুলোর চাওয়াতেই এটা হয়েছে।’
