
সিরিজ ভারত আগেই জিতেছে। তবে পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে ব্যবধানটা ৪-১ করে নিল রোহিতবাহিনী। যেখানে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই ইংল্যান্ড শেষ। বেন স্টোকসের দলের বিপক্ষে এক ইনিংস এবং ৬৪ রানে পঞ্চম টেস্ট জিতল টিম ইন্ডিয়া।
এই জয়ের ইংল্যান্ডের ‘বাজবল’-কে ৪-১ ব্যবধানে সিরিজে নাম লেখাল রোহিত শর্মার দল। ক্যরিয়ারের শততম টেস্ট খেলতে নেমে দুই ইনিংসেই স্পিন ম্যাজিক দেখালেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে অশ্বিন নিলেন ৭৭ রানে ৫ উইকেট। মূলত তার স্পিনেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংলিশ ব্যাটিং। তবে হারলেও ৮৪ রান করে একাই লড়লেন জো রুট।
এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে শেষ করতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন কুলদীপ যাদব। নিয়েছিলেন ৭২ রানে ৫ উইকেট। তাকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন অশ্বিন। ফলে ২১৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এর পর ব্যাট করতে নেমে ৪৭৭ রান তুলে দেয় ভারত। শুভমান গিল করেন ১১০ রান। রোহিতও শতরান করেন। তার ব্যাট থেকে এসেছিল ১০৩ রান। এমনকি দেবদূত পাড়িকাল (৬৫) ও সরফরাজ খানও (৫৬) বাইশ গজে ঝড় তুলে দেন। ফলে ৪৪৭ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস।
ইংল্যান্ডের বিপক্ষে লিড ছিল ২৫৯ রানের। সেই রান ইংল্যান্ড টপকাতে পারবে কি না সেটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার মধ্যাহ্নভোজের আগেই ৫ উইকেট হারায় ইংল্যান্ড। ১০৩ রানে ৫ উইকেট হারিয়েছিল সফরকারীরা। বিপক্ষকে একের পর এক ধাক্কা দেন অশ্বিন। শনিবার সকাল থেকে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেন তিনিই। নতুন বল তুলে দেওয়া হয় তার হাতে। অশ্বিন নিজের প্রথম ওভার থেকেই উইকেট তুলতে শুরু করেন। সেখানেই ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। আর তাই হল। শেষ দিকে বুমরাহের আগুনে পেসে ছাই হয়ে গেল ইংল্যান্ড।
