Google search engine

আইপিএলের দল চেন্নাই সুপার কিংসে এই মৌসুমে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। যদিও জাতীয় দলে এই পেসারের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো না। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাজে খেলার পর প্রথম ওয়ানডেতে একাদশেই সুযোগ হয়নি। তবুও চেন্নাইয়ের পেস বোলিং কোচ ড্রোয়েন ব্রাভো ফিজ খ্যাত তারকার ওপর আস্থা রাখছেন।

মোস্তাফিজ আইপিএলে এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। দলের বোলিং ইউনিট প্রসঙ্গে ব্রাভো বলেন, ‘আমাদের ভালো একটি দল রয়েছে। গত মৌসুমে যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করতে চাই। অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে আমরা সত্যিই অনেক ভালো খেলেছি। এই বছর তো আমরা শার্দুলকে (ঠাকুর) ফিরে পেয়েছি, যেটা বোনাস।’

তিনি আরও বলেন, ‘ফিজও (মোস্তাফিজুর রহমান) অভিজ্ঞ এবং মান সম্পন্ন। (মাথিশা) পাথিরানা আছে, যাকে আমরা বেবি মালিঙ্গা ডাকি। তুষার দেশপান্ডে, যে গত মৌসুমে ভালো করেছিল। এই ছেলেদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে এবং আসন্ন মৌসুমের দিকে তাকিয়ে আছি।’

আইপিএলের এবারের আসর আগামী ২২ মার্চ থেকে শুরু হবে। উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়নরা রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলবে।

Google search engine