
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তরুণ তারকাদের নিয়ে দল গড়েছে আবাহনী লিমিটেড। তার ফলও পাচ্ছে ক্লাবটি। প্রথম ৫ ম্যাচের সবকয়টিতেই জয় পেয়েছে তারা। আজ জিতেছে সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। ৫ ম্যাচে এটি সাকিবদের চতুর্থ জয়।
বিকেএসপিতে আজ সিটি ক্লাবের বিপক্ষে ৫২ রানে জয় পায় আবাহনী। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান করে ক্লাবটি। আবাহনীর হয়ে সবচেয়ে বেশি ৬৭ রান করেন আফিফ হোসেন। ৫৪ রান এসেছে ওপেনার মোহাম্মদ নাঈম শেখের ব্যাটে। ২৩ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন।
২১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সিটি ক্লাব ৪০.৫ ওভারই ১৬৫ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৩১ রান আসে ইফরান হোসেনের ব্যাটে। পাঁচ ম্যাচ খেলে সবগুলোতেই হারল সিটি ক্লাব। ব্যাটে ২৩ রানের পর বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
এদিকে, রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে সাকিবের শেখ জামাল। বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান করে রূপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন আটে নামা সালমান হোসেন। জিয়াউর রহমান ও রিপন মন্ডল ৩টি করে উইকেট নিয়েছেন। ১০ ওভারে ৪৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।
জবাব দিতে নেমে ৪৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। ক্লাবটির হয়ে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন সাইফ হাসান। ফজলে রাব্বি খেলেন ৬২ রানের ইনিংস। এছাড়া ইয়াসির আলী রাব্বি ৪১ ও সাকিব ৩৪ রান করেন। ম্যাচসেরা হয়েছেন ফজলে রাব্বি।
