
মাস খানেক আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। তার মেয়াদকালে ইতোমধ্যেই একটি দ্বিপাক্ষিক সিরিজ শেষ করেছে টাইগাররা। ঘরের মাঠের এই পূর্ণাঙ্গ সিরিজে ওয়ানডে ছাড়া বাকি দুই ফরম্যাটে আশানুরূপ পারফর্ম করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স, মোহাম্মদ সাইফউদ্দিনের চোটের অবস্থা, জিম্বাবুয়ে সিরিজ নিয়ে পরিকল্পনা ও তামিম ইকবালের ফেরার সম্ভাবনা নিয়ে ঢাকাপোস্টের সঙ্গে কথা বলেছেন লিপু। বিসিবির প্রধান নির্বাচকের সঙ্গে দীর্ঘ আলাপচারিতার চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো।
এসব মিটিংয়ে সিদ্ধান্ত হয়। কারণ অনেক কিছু থাকে সেখানে। গতকাল ভিসা প্রসেসিং গেল, নিশ্চয়ই আমরা একটা ডেড লাইন পাবো। ফিটনেস টেস্ট হবে, তারপর আসবে দল গঠনের প্রাথমিক প্রক্রিয়া। বোর্ডের চাহিদামত তখন আমরা দল গঠনের কাজ শুরু করবো। যদি সুযোগ থাকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ পর্যবেক্ষণ করে দল গঠন করার তাহলে সেটাই করবো।
সাইফউদ্দিন একজন ভালো পারফর্মার। সে ইনজুরিতে ছিল, যা তাকে দল থেকে ছিটকে দিয়েছিল। এখনও সে নিবিড় পর্যবেক্ষণে আছে মেডিকেল টিমের। তাকে ছক বেঁধে দেওয়া হয়েছে কতটুকু কী করতে পারবে। আরো কিছু ম্যাচ তাকে দেখার সুযোগ পাবো। আমার মনে হয়, বিশ্বকাপের আগে একটা যাচাই-বাছাই করবে মেডিকেল টিম।সাইফউদ্দিনের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, সে কতুটুক সুস্থ থাকে সেদিকে লক্ষ্য থাকবে। বিপিএলেও ভালো করেছে সে।
