
পাকিস্তানের দুই পেসারের লড়াইটা বেশ ভালোই জমে উঠেছিল। আইসিসি টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে এতদিন পর্যন্ত পাকিস্তানের সেরা বোলার ছিলেন হারিস রউফ। তবে এবার তাকে টপকে পাকিস্তানের সেরা শাহীন শাহ আফ্রিদি।
নতুন র্যাঙ্কিং প্রকাশের আগে ১৯ নম্বর অবস্থানে ছিলেন আফ্রিদি। আর ঠিক একধাপ ওপরে ১৮ নম্বরে ছিলেন রউফ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত ৪ উইকেট নিয়ে দুই ধাপ উপরে উঠে এসেছেন আফ্রিদি।
আর রউফ এই সিরিজে না থাকায় তিনি পিছিয়ে গেছেন ৪ ধাপ। এখন তার অবস্থান ২২ নাম্বারে। এছাড়া নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন আদিল রাশিদ। ৭২৬ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এর সবার ওপরে অবস্থান করছেন তিনি।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও পিছিয়েছেন ১ ধাপ। এই মুহূর্তে তিনি আছেন ৫ নম্বর অবস্থানে। এছাড়া নিজের আগের অবস্থান ৩ নম্বরেই আছেন মোহাম্মদ রিজওয়ান।
