Google search engine

দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ সিরিজ খেলতে আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। অ্যান্টিগায় প্রথম টেস্টের আগে টাইগাররা একটি প্রস্তুতি ম্যাচও খেলবে।

অ্যান্টিগা ২২ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। জ্যামাইকায় ৩০ নভেম্বর স্বাগতিকদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

সেন্ট কিটস অ্যান্ড নেভিসে গড়াবে ৮, ১০ ও ১২ ডিসেম্বর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। টি-টুয়েন্টি সিরিজের সব ম্যাচের ভেন্যু সেন্ট ভিনসেন্ট। ম্যাচগুলোর তারিখ ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর। ২০১৪ সালের পর আবারো সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যালে গ্রাউন্ডে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট।

এদিকে, টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে সাউথ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নেবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর আগস্টে প্রোটিয়ারা ফিরতি সফরে এসে ক্যারিবীয়দের সঙ্গে দুটি টেস্ট ও তিনটটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে।অক্টোবরে শ্রীলঙ্কা সফরের পর ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে তিন ওয়ানডে ও পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচের জন্য ইংল্যান্ডকে আতিথ্য দেবে।

Google search engine