Google search engine

আগামী অক্টোবরে সাফ নারী চ্যাম্পিয়নশিপ গড়ানোর কথা ছিল বাংলাদেশে। মাঠ সংকটে দেশের মাটিতে টুর্নামেন্টটির আয়োজন হচ্ছে না। আবারও নেপালে বসবে আসর।

সোমবার সাফের কম্পিটিশন কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গণমাধ্যমে সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন।

টুর্নামেন্ট হবে ১৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে, সবগুলো ম্যাচ গড়াবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। ২০২২ সালে নেপালের এ মাঠ থেকেই প্রথমবার শিরোপা জিতে ফিরেছিল সাবিনা-কৃষ্ণাদের দল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। সে কারণে সাফ আয়োজনে মাঠটি পাওয়া হচ্ছে না বাফুফের। অন্যদিকে কমলাপুর স্টেডিয়ামের টার্ফের বেহালদশা। সেখানে ম্যাচ খেলার অনুমতি দিচ্ছে না ফিফা। ফলে সেখানেও আয়োজন করা হচ্ছে না। এজন্য বিকল্প খুঁজছিল বাফুফে।

সম্ভাব্য ভেন্যু হিসেবে বসুন্ধরা কিংস অ্যারেনাকে বিবেচনায় নেয়া হয়েছিল। তবে সাফের পক্ষ থেকে নেপালকে আয়োজক দেশ হিসেবে বেছে নেয়া হয়।

Google search engine