Google search engine

দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়ে বীরের সম্মান পাচ্ছেন দেশটির ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই) স্বপ্ন জয়ের সারথিদের বিশাল অঙ্কের অর্থ পুরস্কৃত করেছে। এবার বিশ্বকাপ জিতে রাজ্য সরকার থেকে সরকারি চাকরি ও জমি পাচ্ছেন বিশ্বকাপজয়ী দলের পেসার মোহাম্মদ সিরাজ।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টু ডে’ এমন তথ্যই জানিয়েছে৷ প্রতিবেদনে বলা হয়েছে, সিরাজ বর্তমানে হায়দরাবাদ শহরে বসবাস করলেও তার আদিনিবাস একই শহরের তেলেঙ্গানা রাজ্যে। দ্বিতীয়বারের মতো দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোয় রাজ্য সরকার এই পেসারকে সরকারি চাকরি ও সরকারের তরফ থেকে জমি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে।

দলের সঙ্গে বিশ্বকাপ জয় উদযাপন করার পর নিজ এলাকায় ফিরেই রাজকীয় সংবর্ধনা পেয়েছেন সিরাজ। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বাসভবনে সিরাজকে দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে এই সংবর্ধনা। শুধু সংবর্ধনাই নয়, তাকে নানান পুরস্কারও দেওয়া হচ্ছে।

বিশ্বকাপ জয় যেকোনো ক্রিকেটারের জন্যেই গর্বের ব্যাপার। সেই সঙ্গে নিজের জন্মস্থানকেও গর্বিত করার মতো ব্যাপার। সংবর্ধনা অনুষ্ঠানে এই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেন, ‘সিরাজ গোটা দেশকে গর্বিত করেছে। আমাদের তেলেঙ্গানা রাজ্যের জন্যও এটা গর্বের ব্যাপার।’

জানা গেছে, হায়দরাবাদ শহর বা আশপাশের কোনো এলাকার একটি জমি সিরাজকে উপহার দেওয়া হবে। সেই সঙ্গে পাবেন একটি সরকারি চাকরি। ভারতের ক্রিকেটাররা জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর পেনশন পেলেও এ চাকরি আরও নিশ্চিন্ত করবে ভবিষ্যৎ।

বিশ্বকাপে চারটি ম্যাচ খেললেও বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন সিরাজ। বাংলাদেশের বিপক্ষে ১৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রান নেন আরও একটি। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে উইকেট না পেলেও করেছেন ভালো বোলিং। নকআউট ম্যাচে একাদশে সুযোগ না পেলেও বিশ্বকাপ জেতায় পুরস্কৃত হলেন ডানহাতি এই পেসার।

Google search engine