Google search engine

দেশে ছাত্র আন্দোলন কেন্দ্র করে ঘটে যাওয়া নানা কান্ডের পর সরকার পতন। সংসদ সদস্য পদ বাতিল সহ ছাত্রদের পক্ষে না দাঁড়ানো। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দর্শকের সাথে জেরা করা। এক গুচ্ছ বিতর্ক নিয়ে আগামীকাল (২১ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে নামবে সাকিব আল হাসান।

মাঠের বাইরের আলাপ বরাবরই মাঠের বাইরে রাখতে পারেন সাকিব। ২২ গজে শুধুই ক্রিকেটার হিসেবে দেখান ঝলক। এবারও তেমন কিছুই হবে বলছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। তার বিশ্বাস শুধু ভালো না স্পেশাল কিছুই করবেন টাইগার অলরাউন্ডার।

আজ (২০ আগস্ট) ম্যাচ পূর্ববর্তী দিনের সংবাদ সম্মেলনে পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শান্ত যেমনটা বলছিলেন, ‘আমি মনে করি না (প্রভাব পড়বে)। সে একজন পেশাদার ক্রিকেটার। আর আমরা তাকে একজন ক্রিকেটার হিসেবেই ট্রিট করি, সত্য কথা বলতে।’

এই খেলাটা সে অনেকদিন ধরে খেলছে। সে জানে তার ভূমিকা সম্পর্কে। সে জানে কীভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে ভাবছিই না। আমি আশা করি সে এই সিরিজে স্পেশাল কিছু করবে।’

Google search engine