Google search engine

সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটের আম্পায়ারিংয়ে বেশ নজর কাড়ছেন বাংলাদেশিরা। তার সুবাদে এবার মাসুদুর রহমান মুকুলসহ দেশের পাঁচ আম্পায়ারকে বিভিন্ন টুর্নামেন্টের দায়িত্ব দিয়েছে আইসিসি। ওই তালিকায় মুকুল বাদে আছেন ম্যাক সুমন, সাথীরা জাকির জেসি ও তানভীর আহমেদ। তাদের নতুন এই দায়িত্বের কথা দেশের একটি গন মাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

আইসিসির প্যানেল আম্পায়ার ম্যাক সুমনকে মালয়েশিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া-‘এ’ কোয়ালিফায়ারে ম্যাচগুলোতে দায়িত্ব দেওয়া হয়েছে। আরেক বাংলাদেশি আম্পায়ার মুকুল ম্যাচ পরিচালনা করবেন কানাডায় ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর খেলায়। দেশের আম্পায়ারিংয়ে পরিচিত এই মুখ সবশেষ যুব বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালের নভেম্বরে লিস্ট-এ ম্যাচে আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে ‍মুকুল প্রথম আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেন।

আম্পায়ার তানভীর আহমেদ দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্ট এশিয়া প্যাসিফিক সাব রেজিওনাল-‘বি’-এর ম্যাচগুলোতে। ২০১৮ সালের নভেম্বরে আইসিসি আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার হিসেবে নির্বাচিত হন তিনি। একই বছর আন্তর্জাতিক ম্যাচেও তার দায়িত্বের অভিষেক হয়।

এদিকে, চলতি বছর নারী এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসি ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন। এবার তাকে আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কানাডায় ত্রিদেশীয় টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন বাংলাদেশে ম্যাচ রেফারি নেয়ামুর রশীদ রাহুল। ২০২১ সালে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডেতে ম্যাচ রেফারি হিসেবে অভিষেক হয় তার।

Google search engine