
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আগামী মৌসুম থেকে দুই টায়ার থাকছে না। টুর্নামেন্টের ২৬তম আসরে এক টায়ারে সকল দল একে অন্যের মুখোমুখি হবে।
বুধবার বিসিবি কার্যালয়ে এনসিএলের কোচ ও অধিনায়কদের সঙ্গে আয়োজিত হয় সভা। এরপর ক্রিকেট বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাক বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, ‘এবার জাতীয় লিগে আমাদের সিঙ্গেল টায়ার হবে। আগে যেমন টায়ার ১ ও টায়ার ২ ছিল, এবার সরাসরি সবাই সবার সঙ্গে খেলবে। অদূর ভবিষ্যতে আরো পরিকল্পনা আছে। এগুলো বাস্তবায়ন হবে। এটা দিয়ে শুরু করা হচ্ছে।’
কোন ফরম্যাটে এনসিএল হবে, জানতে চাইলে রাজ্জাকের ভাষ্য, ‘সিঙ্গেল লিগের পরিকল্পনা আছে। যেহেতু আমাদের উইন্ডোগুলো আগে থেকেই প্রস্তুত করা রয়েছে, সময়ের জন্য ও বৃষ্টির কারণে ম্যাচ ইচ্ছা করলেই বাড়ানো সম্ভব হচ্ছে না। যদি এক মাস আগে শুরু করা হতো, তাহলে হয়তো বা সম্ভব ছিল। সেটাও আমাদের পরিকল্পনায় আছে। আমরা পরে সময় বের করার চেষ্টা করবো।
আগের মৌসুমে ৮টি দল দুটি টায়ারে ভাগ হয়ে এনসিএলে চারদিনের ম্যাচ খেলেছিল। প্রথম টায়ারে ছিল ঢাকা, রংপুর, সিলেট ও ঢাকা মেট্রো। দ্বিতীয় টায়ারে ছিল চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল। এবার সব দল এক টায়ারে একে অন্যের বিপক্ষে একবার খেলবে। অর্থাৎ প্রতিটি দল ৭টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।’
