
ফিফা নারী বিশ্বকাপ বাছাইয়ে সরাসরি খেলার সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ২০৩১ বিশ্বকাপের জন্য আলাদা বাছাই প্রতিযোগিতায় আয়োজন করার কারণে এই সুযোগ পাচ্ছে বাংলাদেশের নারীরা। যদিও এখন অব্দি টুর্নামেন্টের আয়োজক নির্ধারিত হয়নি।
এএফসি ঘোষণা দিয়েছে, আগে নারীদের বিশ্বকাপ বাছাইপর্বের চূড়ান্ত দল হতো এশিয়ান কাপ বা এশিয়ান গেমসের পারফরম্যান্সের ওপর। তবে এবার একটি স্বতন্ত্র প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে নিচের দিকের দলগুলো উপরের দিকের দলগুলোর সাথে খেলতে পারে।
২০২৭ সালে শুরু হতে যাচ্ছে তিন রাউন্ডের একটি প্রাথমিক প্রতিযোগিতা। নিচের দিকের দলগুলোকে নিয়ে শুরু হবে প্রথম রাউন্ড। তারপর ফলের ওপর ভিত্তি করে শীর্ষ দলগুলো উঠে যাবে ২৪ দলের দ্বিতীয় রাউন্ডে। যেখানে ফিফা র্যাংকিংয়ে সেরা আট দলও থাকবে।
এই ২৪ দলকে ছয়টি গ্রুপে বিভক্ত করা হবে। এই ছয়টি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে পরের রাউন্ডে।
উল্লেখ্য, মেয়েদের বিশ্বকাপের পরবর্তী আসর বসবে ২০২৭ সালে ব্রাজিলে। তার আগের বছর অস্ট্রেলিয়ায় হবে নারী এশিয়া কাপ। মূল পর্বের জন্য ওই টুর্নামেন্ট থেকে বাছাই করা হবে দল।
