
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর বেশ ফুরফুরে রয়েছে বাংলাদেশ টেস্ট দল৷ আসন্ন ভারত সিরিজেও নিজেদের সেরাটা দিতে চাইবে টাইগাররা৷ তবে ভারতে বাংলাদেশের লড়াই মোটেও সহজ হবে না বলে মনে করছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি৷ একই সঙ্গে তিনি বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছেন, পাকিস্তান আর ভারত এক নয়৷
আগামী ১৭ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট৷ ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের শেষ টেস্ট৷ এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল৷
বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘ভারতে বাংলাদেশের লড়াই সহজ হবে না। বাংলাদেশকে পূর্ণ সমীহ করেই বলছি, পাকিস্তান আর ভারত একরকম দল নয়। ভারতের বিপক্ষে শুধু ভারতের মাটিতেই নয়, অন্য কোথাও খেলাও কঠিন।’
এর আগে, গত সপ্তাহেও বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে কথা বলেছেন সৌরভ৷ তার মতে, পাকিস্তানে ভালো খেললেও ভারতে বাংলাদেশের জয়ের সম্ভবনা নেই৷ তিনি বলেন, ‘আমি বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনা দেখছি না। ভারতই সিরিজ জিতবে। পাকিস্তানে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ভারতে আসছে, তাই ওদের আত্মবিশ্বাস বেশি থাকবে। ভারতকে তাই কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।’
পাকিস্তান সিরিজে পেসারদের পাশাপাশি বল হাতে বাংলাদেশের স্পিনাররাও ছিলেন ভীষণ সফল৷ চেন্নাইয়ের স্পিন উইকেটে তাই বাংলাদেশের ভালো সম্ভবনা রয়েছে৷ তবে সৌরভ মনে করেন, বাংলাদেশের স্পিনারদের খেলতে তেমন অসুবিধা হবে না ভারতের৷ তিনি বলেন, ‘পিচ কেমন হবে জানি না, তবে ওখানে(চেন্নাই) বল সাধারণত ভালোই ঘুরে। সম্প্রতিক ভারত স্পিনের বিপক্ষে ভালো খেলেছে। আশা করি কোনো অসুবিধা হবে না।’
