Google search engine

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনকে ঘিরে স্টেডিয়াম সংস্কারের কাজে মোটা অঙ্কের অর্থ খরচ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)৷ ফলে বর্তমানে অর্থ সংকটের মুখে পড়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তাই নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা বন্ধ করে দিয়েছে পিসিবি৷

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনের এক প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে৷ প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের নারী দলের প্রশিক্ষণ ক্যাম্পে অল্প পরিমাণে দৈনিক ভাতা দেওয়া হত। তবে এবার সেটাও দেওয়া হচ্ছে না। অবশ্য এর জবাবে পিসিবি কর্তারা বলেছেন তারা ক্যাম্পে সদস্যদের আবাসনে থাকার পাশাপাশি তিন বেলা খাবারও দিচ্ছেন, সেই কারণেই নাকি ভাতা দেওয়া হয়নি। আগের ক্যাম্পগুলোতে তিন বেলা খাবার দেওয়া হতো না, ওই সময়ে ভাতা দেওয়া হতো। একজন পিসিবি কর্মকর্তা ক্রিকইনফোকে বলেছেন, বোর্ডের নীতি নির্দেশ করে যে যদি দিনে তিন বেলা খাবার এবং হোটেলে থাকার ব্যবস্থা করা হয়, তবে সে দিনের দৈনিক ভাতা দেওয়া হবে না।

পিসিবির এমন সিদ্ধান্তে নারী ও পুরুষ ক্রিকেটারদের মধ্যে বৈষম্যের রেখা স্পষ্ট হয়ে গেছে। কারণ, পুরুষ দলের খেলোয়াড়দের অনুশীলনের জন্য নিয়মিতই ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া তাদের জন্য আবাসন ও খাওয়া-দাওয়ার ব্যবস্থাও থাকছে। এতে হতাশ হয়েছেন নারী ক্রিকেটাররা৷ নারী ক্রিকেটারদের ভাতা বন্ধ- ব্যাপারটি মেনে নিতে পারেননি পাকিস্তানের এক সাবেক ক্রিকেটার।

তিনি বলেন,’কয়েক লাখ রুটি বোর্ডে কী এমন পার্থক্য করবে, যেটি মনে করে এমন সিদ্ধান্ত নেওয়া হলো? এটি নারীদের ক্রিকেটে অসন্তোষ সৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে।’

আগামীকাল থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে পাকিস্তান নারী দল। খেলার আগেই এমন হতাশাজনক সংবাদ পেয়েছে ক্রিকেটাররা৷

Google search engine