
লিজেন্ডস লিগে টানা দুই ম্যাচে বল হাতে দুর্দান্ত আব্দুর রাজ্জাক। জয়ের ধারা অব্যাহত রেখেছে তার দল সাউদার্ন সুপার স্টার্সও।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতের শেষ ম্যাচে ইন্ডিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে টসে হেরে শুরুতেই ফিল্ডিং করতে মাঠে নামে দিনেশ কার্তিকের দল। আর দলের হয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেন বাংলাদেশের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। দলীয় ১৪ রানেই এই স্পিন জাদুকরের বলে চতুরাঙ্গে ডি সিলভার হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান ফজল। এরপর নামান ওঝার সাথে ডুইয়েন স্মিথের ৪০ রানের জুটি ভাঙেন পাওয়ান নেগি। শেষ পর্যন্ত বেন ডাঙ্ক এর ২৯ বলে ঝড়ো ৬১ এবং অ্যাশলি নার্সের ২৪ বলে অপরাজিত ৪০ রানে ভর করে ২০ ওভার শেষে ইন্ডিয়া ক্যাপিটালসের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৭১ রান। আর কোনো উইকেট না পেলেও ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে নিজের বোলিং স্পেল শেষ করেন আব্দুর রাজ্জাক।
১৭২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৪১ রানের দারুণ এক জুটি গড়েন সাউদার্নের গাপটিল ও গোস্বামী। এরপর সাবেক কিউই ওপেনার ৩৬ রানে থেমে গেলেও পাওয়ান নেগি ও চিরাগের ৩৮ এবং শেষদিকে জেসালের ঝড়ো ২৩ রানে ৫ বল বাকি থাকতেই এবারের লেজেন্ডস লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিলো সাউদার্ন সুপার স্টার্স।
এদিকে দুই ম্যাচ খেলেই ৩ উইকেট শিকার করা আব্দুর রাজ্জাক এদিন দেখা পেয়েছেন রেকর্ডেরও। তার ৪ ওভারে ৬ রানে ১ উইকেটের স্পেলে ২১টিই ডট বল ছিলো। যা আপাতত এই লিগের সেরা ইকোনমিক স্পেল।
