Google search engine

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় সাকিব আল হাসানের৷ প্রায় দেড় যুগের লম্বা ক্যারিয়ারের ইতি টেনেছেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল সাকিবের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ৷ তবে ভবিষ্যতে সুযোগ পেলে আবারও দেশের হয়ে টি-টোয়েন্টিতে ফিরতে চান এই অলরাউন্ডার।

আর মাত্র একদিন পর শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যকার কানপুর টেস্ট৷ তবে আসন্ন ম্যাচ ছাপিয়ে অবসরের ঘোষণা দিয়ে সংবাদের শিরোনাম কেড়ে নিয়েছেন টাইগার এই অলরাউন্ডার। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের অবসরের কথা জানিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট’।

তবে অবসরের ঘোষণা দিলেও ভবিষ্যতে সুযোগ পেলে বিসিবির ডাকে আবারও টি-টোয়েন্টিতে ফিরতে চান সাকিব৷ তিনি বলেন,’একই সময় আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাই, ওখানে ভালো করতে থাকি; ৬ মাস এক বছর পর যদি কখনো মনে করে বিসিবি যে, টি-টোয়েন্টিতে আমার অবদান রাখার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি। তখন আমরা সিদ্ধান্ত নিতে পারি। তবে এই সময় আমি নিজেকে টি-টোয়েন্টিতে দেখছি না। আপনারা বলতেই পারেন, দুটা সংস্করণে আমি আমার শেষটা দেখছি।’

দীর্ঘ দেড় যুগের নিজের লম্বা ক্যারিয়ার নিয়ে সন্তুষ্টির কথাও জানালেন সাকিব৷ নিজের ক্যারিয়ারকে মূল্যায়ন করতে গিয়ে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন,’আমি খুশি। কোনো অনুশোচনা নেই। জীবনে কখনও অনুশোচনা ছিল না। এখনও নেই। যত দিন উপভোগ করেছি, আমি ক্রিকেট খেলেছি। আমার মনে হয়েছে, এটা বাংলাদেশ ক্রিকেট ও আমার জন্য সঠিক সময়। যে কারণে এই সিদ্ধান্তগুলো নেওয়া।’

Google search engine