
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে ক্রিকেটের অভিজাত এই সংষ্করণে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান৷ সেজন্য বিসিবি’র কাছে নিরাপত্তাও চেয়েছেন সাকিব।
তবে এরই মধ্যে সাকিবকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বলে জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ৷
কানপুর টেস্টের আগে আজ হঠাৎ করেই সংবাদ সম্মেলনে এসে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে অবসর নিতে চেয়েছেন সাকিব। তবে সাকিবের সেই ইচ্ছে হয়তো পূরণ হচ্ছে না৷ কানপুর টেস্ট দিয়েই ইতি টানতে হতে পারে সাকিবের টেস্ট ক্যারিয়ারের।
এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে সাকিব বলেন,’আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’
তবে আজ সন্ধ্যায় মিরপুরে বোর্ড সভা শেষে ফারুক আহমেদ জানান, সাকিবকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির৷ বিসিবি সভাপতি বলেছেন, ‘গতকাল দুই দফায় কথা হয়েছে সাকিবের সাথে। আমি তো আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ না। সেটার পার্ট হতে পারব না। একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নাই। সেটা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে এবং তার দিক থেকে আসতে হবে। বোর্ড থেকে ক্লিয়ারেন্স দেওয়ার সামর্থ্য বিসিবির নাই।’
