Google search engine

২০২৪ ব্যালন ডি’অর এর জন্য নিজের স্বদেশী ও ব্রাজিল জাতীয় দলের সতীর্থ রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রকে ফেভারিট মানছেন নেইমার জুনিয়র। সম্প্রতি ব্যান্ড স্পোর্টসের এক সাক্ষাৎকারে নিজের মতামত তুলে ধরেন তিনি।

নেইমার ব্যান্ড স্পোর্টস কে বলেন, “অবশ্যই আমি এই বছর ব্যালন ডি’অর জেতার জন্য তাকে (ভিনিসিয়াস জুনিয়র) সমর্থন করব। আমার কাছে এটি জেতার জন্য তার চেয়ে ভাল প্রার্থী আর নেই। তিনি এমন একজন ব্যক্তি যিনি এটির যোগ্য, কারণ তিনি একজন যোদ্ধা। তিনি তার সারা জীবন অনেক কষ্ট করেছেন, এবং তিনি সমস্ত প্রত্যাশা এবং সমালোচনাকে অতিক্রম করেছেন। তিনি আমাদের সকলের জন্য একটি আইডল হয়ে উঠেছেন।”

রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেন ভিনিসিয়াস জুনিয়র। একারণেই তাকে ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ফেভারিট হিসাবে বিবেচনা করা হয়। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, লা লিগা এবং সুপারকোপা দে এস্পানিয়া (স্প্যানিশ সুপার কাপ) জেতায় বড় ভূমিকা রাখেন এই ব্রাজিলিয়ান তারকা। তিনি ২০২৩/২৪ মৌসুমে ৩৯ ম্যাচে ২৪ গোল এবং ১১ টি অ্যাসিস্ট করেন।

আগামী ২৮ অক্টোবর প্যারিসে কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর পুরস্কার তুলে দেওয়া হবে। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে ব্যালন ডি’অর জিতার দৌড়ে রয়েছেন আরেক রিয়াল তারকা জুড বেলিংহাম এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি।

Google search engine