Google search engine

সিলেটের মাঠে নিজের খেলা শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে উইকেট না পেলেও, বল হাতে নিখুঁত নিয়ন্ত্রণ দেখিয়েছিলেন নাসুম আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তাঁর বিদায় হলেও, আগের ম্যাচে ছিল জাজাইয়ের গুরুত্বপূর্ণ উইকেট। পুরো সিরিজে ৭ ওভারে ৩৫ রানে ১ উইকেট নিয়ে বাংলাদেশের জয় উৎসবে অংশ নিলেও, পরবর্তী সিরিজে জায়গা পাননি তিনি। বাঁহাতি এই অফস্পিনারকে তাই নিজেকে অভাগা ভাবারই কথা। ‘অন-ফিল্ড’ সাক্ষাৎকারে তাঁর কণ্ঠে সেই হতাশার সুরই শোনা গেছে।

তিন বছরের দলের সাথে থাকার পর হঠাৎ প্লানিংয়ের বাইরে চলে যাওয়া, শুধু নাসুমকেই নয়, অবাক করেছে ক্রিকেটপ্রেমীদেরও। নিজে কেন দলে নেই, সে প্রশ্নের জবাব তাঁরও জানা নেই। সিলেটের মাটিতে শেষ ম্যাচ খেলে ভালো পারফর্ম করেও দলের বাইরে থাকা তাঁর জন্য অবাকের বিষয়, যদিও এখনো বিসিবির টি-টোয়েন্টি চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে রয়েছেন। তবে নিজে মেনে নিচ্ছেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সাদা বলের খেলায় উইকেটের অভাব তাঁকে কিছুটা পিছিয়ে দিয়েছে।

নাসুম জানেন না, বোর্ডের কি পরিকল্পনা আছে তাঁকে নিয়ে, কিন্তু থেমে নেই তাঁর চেষ্টা। বিসিএল, এনসিএল-এ পারফর্ম করে নির্বাচকদের নজরে থাকার চেষ্টা করছেন। নাসুম বিশ্বাস করেন, স্কোয়াডে জায়গা না পেলেও, বিভিন্ন ক্যাম্পে তাঁর ডাক আসছে, যেমন এই ভারত সিরিজের ক্যাম্পেও ছিলেন। তবে স্কোয়াডে জায়গা পাননি, তবুও নিজস্ব প্রসেসে ঠিক আছেন বলে আত্মবিশ্বাসী নাসুম। সুযোগ এলে সেটি কাজে লাগানোর প্রস্তুতিতে রয়েছেন।

সাকিব আল হাসানের অবসরের পর বাঁহাতি স্পিনারের অভাব দৃশ্যমান। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানভীর ইসলাম নাসুমকে টপকে সুযোগ পেলেও, আঙ্গুলের ইঞ্জুরিতে রাকিবুল হাসান সুযোগ পেয়েছেন ভারত সিরিজে। তবে তানভীরও যেমন বিশ্বকাপে কোনো ম্যাচ পাননি, রাকিবুলও তেমন ভারত সিরিজে ম্যাচ খেলার সুযোগ পাননি। এরই মধ্যে নাসুম নিজেকে আবারও জাতীয় দলে ফিরিয়ে আনার স্বপ্নে বিভোর এবং সে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। হয়তো সামনের বিপিএলকেই তিনি লক্ষ্য করে রাখছেন নিজের কামব্যাকের জন্য, যেখানে তিনি খেলবেন খুলনা টাইগার্সের হয়ে।

Google search engine