Google search engine

সোমবার (১৪ অক্টোবর) অফিসিয়ালি বিপিএলের ১১ তম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ তবে এর আগেই ফ্র‍্যাঞ্জাইজিগুলো বিভিন্ন ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে কিংবা রিটেইন করে দলে টেনেছে। অর্থাৎ, ড্রাফট শুরু হওয়ার আগেই যেনো মাঠের বাইরের লড়াই শুরু হয়ে গেছে। আসুন দেখে নেওয়া যাক ৭টি ফ্র‍্যাঞ্জাইজি এ পর্যন্ত কোন কোন ক্রিকেটারদের নিজেদের দলে ভিড়িয়েছে।

গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তাদের অধিনায়ক তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে রিটেইন করেছে। এর বাইরে দেশি তারকা ব্যাটার তাওহীদ হৃদয়কে সরাসরি চুক্তিতে দলে টেনেছে। এছাড়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে গতবার বরিশালকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর কাইল মায়ার্সকে সরাসরি চুক্তিতে ধরে রেখেছে বরিশাল। এর বাইরেও তারা টি-টোয়েন্টি ক্রিকেটের দুই পরিচিত মুখ আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং ইংল্যান্ডের হার্ডহিটার ব্যাটার ডেভিড মালানকে ড্রাফটের আগেই নিজেদের দলে চুক্তিবদ্ধ করেছে। দেখা বিষয়, অফিসিয়াল প্লেয়ার্স ড্রাফটে আর কোন তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে চমক দেখাতে পারে কি না তারা।

অন্যদিকে দীর্ঘদিন পর বিপিএলে এসেই চিটাগং কিংস দেখিয়েছে চমক। সরাসরি চুক্তিতে তারা দলে টেনেছে অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার শরিফুল ইসলামকে। আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে সরাসরি চুক্তিতে কিংসের হয়ে খেলবেন মইন আলী, উসমান খান, অ্যাঞ্জেলো ম্যাথিউস, হায়দার আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, এবং বিনুরা ফার্নান্দো।

তবে ড্রাফটের আগের দিন রোববার (১৩ অক্টোবর) দারুণ চমক দেখিয়েছে সিলেট স্ট্রাইকার্স৷ সাম্প্রতিক সময়ে টি-টেন লিগগুলোতে ঝড় তোলা স্কটিস জর্জ মানসিকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে তারা। একই দিনে তাদের ডেরায় এসেছে আইরিশ ব্যাটার পল স্টার্লিংও। এর বাইরে সিলেটের সাথে সরাসরি চুক্তিতে দলে এসেছে গতবার কুমিল্লার হয়ে বিপিএলে ঝড় তোলা দেশি ব্যাটার জাকের আলী অনিক। আর এই ফ্র‍্যাঞ্জাইজিটি রিটেইন করেছে ওপেনার জাকির হাসান এবং পেসার তানজীম সাকিবকে।

নতুন মালিকানায় নাম পাল্টে এসেই চমক দেখিয়েছে ঢাকা ক্যাপিটালসও। সরাসরি চুক্তিতে দেশি ক্রিকেটারদের মধ্যে ঢাকার হয়ে মাঠে নামবে পেসার মুস্তাফিজ এবং ওপেনার তানজিদ তামিম। আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে ঢাকার সাথে চুক্তিবদ্ধ হয়েছে ইংলিশ হার্ডহিটার ব্যাটার স্টিফেন এস্কিনাজি, লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা এবং ক্যারিবিয়ান জনসন চার্লস। এর বাইরেও ঢাকার হয়ে খেলবেন আফগানিস্তানের আমির হামজা ও পাকিস্তানের শাহনেওয়াজ দাহানি।

আর খুলনা টাইগার্স রিটেইন করেছে আফিফ হোসেন এবং নাসুমকে। সরাসরি চুক্তিতে দলে টেনেছে গতবারের চ্যাম্পিয়ন বরিশালের মেহেদী মিরাজকে। এছাড়া রংপুর রাইডার্স রিটেইন করেছে নুরুল হাসান সোহান এবং শেখ মেহেদীকে। আর সরাসরি চুক্তিতে দলে টেনেছে অলরাউন্ডার সাইফউদ্দিন এবং পাকিস্তানের খুশদিল শাহকে। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে দলে টেনে। এর বাইরে প্লেয়ার্স ড্রাফটের আগে সবচেয়ে কম ব্যস্ততা দেখিয়েছে দুর্বার রাজশাহী। সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে কেবল এনামুল হক বিজয় এবং তরুণ ব্যাটার জিসান আলমকে।

এবার দেখার বিষয় সোমবার (১৪ অক্টোবর) অফিসিয়াল ড্রাফট থেকে কোন ফ্র‍্যাঞ্জাইজি কতটা সুন্দরভাবে দল গুছিয়ে বিপিএলের ১১ তম আসর শুরু করতে পারে।

Google search engine