Google search engine

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর মানেই যেনো সেখানে থাকবে ড্রামা, থাকবে টান টান উত্তেজনা, শেষমুহূর্তের কোনো নাটকীয় ঘটনায় পুরো বিপিএল নিয়েই মানুষের আগ্রহও বেড়ে যাবে। এবারের বিপিএলের শুরুতে এই ব্যাপারটাই যেনো মিসিং ছিলো। তবে অ্যালেক্স হেলসের কল্যাণে আবারও পুরোনো রুপেই ফিরে আসলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ তম আসর।

বেশ ঘটা করেই সপ্তাহখানেক আগে সোশ্যাল মিডিয়ায় ঢাকা ক্যাপিটালস ঘোষণা দিয়েছিলো এবারের বিপিএলে ইংল্যান্ডের তারকা ব্যাটার হেলস মাঠে নামবে ঢাকার জার্সি গায়ে। তবে রোববার (১১ অক্টোবর) ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায় বিয়ের কারণে এবারের বিপিএলে খেলতে আসছেন না তিনি। অথচ একই দিন রাতে হুট করেই রংপুর রাইডার্স অফিসিয়ালি জানিয়ে দেয় অ্যালেক্স হেলস বিপিএলে ঠিকই আসবেন তবে সেটা ঢাকার জন্য নয়, মাঠে নামবেন রংপুরের হয়ে। এর আগেও এই দলের হয়েই বিপিএলে ঝড় উঠিয়েছিলেন তিনি।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই তারকা ক্রিকেটার খেলে থাকেন বিশ্বের বিভিন্ন লিগেই৷ এর সাথে দেশের জার্সিতেও তাকে নিয়মিত মাঠে দেখা যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি থাকা এই হার্ডহিটার ব্যাটার রেকর্ড গড়েছিলেন বিপিএলেও। রংপুরের হয়ে একইদিনে আফ্রিকার রুশো এবং তিনি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই এক ইনিংসে জোড়া সেঞ্চুরির রেকর্ডও বিরল। এবার দেখার বিষয় এত নাটকীয়তার পরে রংপুরে এসে ভক্তদের আবারও এমন কোনো বিরল ইতিহাসের সাক্ষী করতে পারেন কি না।

Google search engine