Google search engine

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) ১১তম আসরকে ঘিরে শক্তিশালী দল গড়েছে ঢাকা ক্যাপিটালস। সরাসরি চুক্তিতে এর আগেই মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, জনসন চার্লস, থিসারা পেরেরা, শাহনাওয়াজ দানি, আমির হামজা ও স্টিফেন এসকিনাজির মতো তারকাদের নিয়ে বাজিমাত করেছে ফ্রাঞ্জাইজিটি।

যদিও ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকে নিয়ে বেশ আশাবাদী ছিল ঢাকা। কিন্তু শেষ পর্যন্ত তাকে দলে ভেড়াতে পারেনি ফ্রাঞ্জাইজিটি৷ তবে বিপিএলের ড্রাফট এক ঝাঁক তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে হেলসের অভাব বেশ ভালোভাবেই ঘুচিয়েছে ঢাকা ক্যাপিট্যালস৷

সোমবার(১৪ অক্টোবর) বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে ৬০ লক্ষ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরি থেকে লিটন দাসকে দলে ভেড়ায় ঢাকা৷ ২৫ লক্ষ টাকা মূল্যের ‘সি’ ক্যাটাগরি থেকে মুকিদুল ইসলাম মুগ্ধ, ২০ লাখ টাকার ‘ডি’ ক্যাটাগরি থেকে হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ রাহি এবং ১৫ লাখ টাকা মূল্যের ‘ই’ ক্যাটাগরি থেকে সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, আসিফ হাসান, মুশফিক হাসানকে দলে ভেড়ায় ঢাকার ফ্রাঞ্জাইজি৷

বিদেশীদের মধ্যে ৭০ হাজার ডলারের ‘এ’ ক্যাটাগরি থেকে পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুবকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস৷

একনজরের ঢাকা ক্যাপিটালস:

সরাসরি চুক্তি: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান

বিদেশি সরাসরি চুক্তি: থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা, শাহনাওয়াজ দাহানি, স্টিফেন এসকিনাজি।

ড্রাফট থেকে: লিটন কুমার দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, সাইম আইয়ুব, আমির হামজা হোটাক, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।

Google search engine