
আসন একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) কেন্দ্র করে দলগুলো নিজেদের সাজাতে ব্যস্ত। রাজধানীর এক অভিজাত হোটেলে সোমবার (১৪ অক্টোবর) সমাপ্ত হয়েছে দল সাজানোর কারুকার্য। গত বছরের ন্যায় এবারও ৭ দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। তবে নতুনভাবে নতুন নামে ফিরে এসেছে উত্তরবঙ্গের ফ্রাঞ্চাইজি রাজশাহী। ৫ বছর পর আবার বিপিএলে ফিরে আসা ভ্যালেন্টাইন গ্রুপের মালিকানাধীন এই দলটির নাম ‘দুর্বার রাজশাহী’।
নতুনভাবে ফিরে আসা দলটি অন্যান্য ফ্রাঞ্চাইজির তুলনায় দল গোছাতে খুব বেশি দক্ষতার স্বাক্ষর রাখতে পারেনি। দেশি প্লেয়ারদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে দলে নিয়েছেন তাসকিন আহমেদ, এনামুল হক (বিজয়) এবং আকবর আলীকে। বিদেশি প্লেয়ার দলে ভিড়িয়েছেন মাত্র দুইজন। পাকিস্তানের সাদ নাসিম ও লঙ্কান লাহিরু সামারাকুনকে।
দেশি প্লেয়ার হিসেবে আছেন: এনামুল হক (বিজয়), তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ।
বিদেশি প্লেয়ার হিসেবে আছেন: সাদ নাসিম, লাহিরু সামারাকুন।
একনজরে রাজশাহীর স্কোয়াড: এনামুল হক (বিজয়), তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ, সাদ নাসিম এবং লাহিরু সামারাকুন।
