
ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট ম্যাচেই ছিলেন পেসার খালেদ আহমেদ। অথচ, প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্টের স্কোয়াডে নেই তিনি। এমনকি ভারতের বিপক্ষে টেস্টের যে ১৬ সদস্যের স্কোয়াড ছিলো সেখান থেকে বাদ পড়া একমাত্র ক্রিকেটারের নামও খালেদ আহমেদ। এবার পুরো বিষয়টিই খোলাসা করে জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার।
বুধবার (১৬ অক্টোবর) এক ভিডিওবার্তায় তিনি জানান, ‘এর আগের দুইটা সিরিজেই কিন্তু আমাদের ১৬ জনের স্কোয়াড ছিলো। যেহেতু আমরা হোম সিরিজে খেলছি, তাই স্কোয়াডটা ছোট করে ১৫ জনে আনা হয়েছে। আমরা হোম গ্রাউন্ডে খেলছি, আপনারা জানেন হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা সব দলই করে থাকে। আমরাও এই ব্যাপারটা মাথায় রেখেই ১৬ জনের স্কোয়াড থেকে ১ জন পেসার কমিয়ে তিন জন সিমার নিয়েই স্কোয়াড সাজানোর চেষ্টা করেছি। যেখানে ৮ জন ব্যাটার রয়েছে, ২ জন বিশেষজ্ঞ স্পিনার এবং ২ জন অলরাউন্ডার তথা সাকিব আল হাসান ও মিরাজ রয়েছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে যথেষ্ট ব্যালেন্সড একটা টিম গঠন করা হয়েছে।’
তবে পেসার খালেদকে বাদ না দিয়ে আপাতত এনসিএল খেলতে পাঠানো হয়েছে। এ বিষয়ে হান্নান সরকার বলেন, ‘এই দলে যে নেই, পেসার খালেদ। সে কিন্তু এনসিএল খেলতে যাচ্ছে। আসলে হোম সিরিজ হওয়ার জন্যই আমরা ১৫ জনের স্কোয়াড গঠন করেছি। ক্যাপ্টেন এবং কোচের হাতেও দারুণ কিছু অপশন রয়েছে। সবকিছু মিলিয়েই এই দলটি তাই পরিপূর্ণ হয়েছে।’
এছাড়া পাকিস্তান সিরিজে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশ ভারতের বিপক্ষে মুখ থুবড়ে পড়েছিলো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে কিন্তু আমরা খুবই ভালো রেজাল্ট করেছিলাম। তবে ভারতের বিপক্ষে আমরা আশানুরূপ ফলাফল আনতে পারিনি। আপাতত আমাদের এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে এই সিরিজটার উপরই অনেক কিছু নির্ভর করছে। আমরা হোমওয়ার্ক করেছি, কোচ-ক্যাপ্টেন, বোর্ড সবার সাথে কথা বলেই আমরা প্লান সাজিয়েছি।’
প্রোটিয়া সিরিজ দিয়েই আবারও কামব্যাক করতে চায় বাংলাদেশ। হান্নান সরকার বলেন, ‘ক্রিকেটে উত্থান-পতন থাকবেই। তবে আমরা এই সিরিজ দিয়ে পাকিস্তানের বিপক্ষের সেই স্মৃতিতেই আবারও ফিরে যেতে চাচ্ছি। আশা করি, প্রত্যাশা মতোই ফলাফল পাবো আমরা।’
